ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ওয়ারীর জয় কালী মন্দিরের সামনে থেকে আসামি মারজান আহম্মেদ রনি ওরফে ভাগ্নে রনি (৩৮) ও মো. মাহিন খানকে (২৫) গ্রেপ্তার করা হয়।
ওয়ারী থানা-পুলিশ জানায়, প্রভাব বিস্তারের লক্ষ্যে জয় কালী মন্দিরের সামনে অবৈধ অস্ত্রসহ মহড়া চলছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।