পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার তৎপরতায় দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরের দিকে কমলাপুরের পানির পাম্প গেটের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

অপর আসামিরা হলেন মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০)। আসামি হান্নানের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

মতিঝিল থানা-পুলিশ জানায়, কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে কমলাপুর পানির পাম্প গেটের সামনে ৮-১০ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের কাছ থেকে তিনটি ছুরি, একটি চাকু, একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।