পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

মোটরসাইকেল চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।

গত সোমবার (৬ জানুয়ারি) খুলনা সিটি মেডিক্যাল কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোহাম্মদ সাগর সরকারের (২৫) বাড়ি কুমিল্লায়।

ট্রাফিক পুলিশ সদস্য রত্না বিশ্বাস জানান, সোমবার সন্ধ্যায় সিটি মেডিক্যাল কলেজের সামনে মোটরসাইকেল রাখেন ভুক্তভোগী মো. ইউসুফ হোসেন। কিছুক্ষণ পর তালা ভেঙ্গে মোটরসাইকেলটি চুরির চেষ্টা করেন আসামি। এ সময় পথচারীদের চিৎকার শুনে পুলিশ আসামিকে আটক করে মোটরসাইকেলটি হেফাজতে নেয়।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।