পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাসকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শাল্লা থানাধীন ঘুঙ্গিয়ারগাঁও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শাল্লা থানাধীন আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামে।

সুনামগঞ্জ থানা-পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর অবনী মোহনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।