চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে ১ লাখ ১০ হাজার ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১১ কেজি মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৩৩ লাখ ১৮ হাজার টাকা এবং মাছের দাম ৫ হাজার ৫০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে ১৬০ লিটার চোরাই ডিজেলসহ একজন এবং ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।