রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার নিয়ে মাহবুব আলম নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
গত শনিবার (৪ জানুয়ারি) রাতে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মাঈন উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়।
ডিবি লালবাগ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২২ ডিসেম্বর বিকেলে আসামি মাঈন ও তাঁর সহযোগীরা মাহবুবকে কুপিয়ে জখম করেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ২৬ ডিসেম্বর তিনি বাসায় ফেরেন। গত ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নতুন বছর উদযাপন দেখতে বাসা থেকে বের হন মাহবুব। রাত দেড়টার দিকে লালবাগের জেএন সাহা রোডের একটি বাসায় মাহবুবকে ছুরিকাঘাতে হত্যা করেন আসামি মাঈন ও তাঁর সহযোগীরা।
ডিবি লালবাগ আরও জানায়, এ ঘটনায় গত ২ জানুয়ারি লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত আসামি মাঈনকে গ্রেপ্তার করা হয়। আসামি মাঈন ও ভুক্তভোগী মাহবুব এলাকাভিত্তিক দুটি ভিন্ন গ্রুপের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে মাহবুবের বিরোধ ছিল। এর জেরেই মাহবুবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।