শেরপুরের নালিতাবাড়ী থানা-পুলিশের অভিযানে ৬৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) ভোরে নালিতাবাড়ী থানাধীন আন্ধারুপাড়া গ্রামের আলোর ঘর স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. ওয়াসিমের (৩৩) বাড়ি নালিতাবাড়ী থানাধীন আন্ধারুপাড়া গ্রামে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।