পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এরই অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে কেএমপি।
গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হরিটানা থানাধীন হোগলা ডাঙ্গার বাঁশবাড়িয়া বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আজম খান পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
সমাবেশে উপস্থিত লোকজন পুলিশের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।