পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ফেনসিডিল ও মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অভিযানে ১১ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন বাগেরহাট সদর থানা এলাকার আরমান শেখ জয় (২৭) ও মো. রবিউজ্জামান সিফাত (২০)।

হরিণটানা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।