পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলা আছে।

তেজগাঁও থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন।
তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।