ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার অভিযানে ৫০টি চোরাই মোবাইল ফোনসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে আসামি মো. নাদিম (৩৫) ও মো. সুজন ওরফে বাবুকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পল্টন মডেল থানা-পুলিশ জানায়, ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।