ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া থেকে অপহৃত পটুয়াখালীর মৌকরন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে (৪৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভবন থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)।
ডিবি মিরপুর জানায়, ভুক্তভোগী কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ১ জানুয়ারি সকালে বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে অপহরণ করেন। এরপর তাঁর স্ত্রীর কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেন।
অভিযোগ পেয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।