এক ভুক্তভোগীর হাতে ফোন তুলে দিচ্ছেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ৮১টি মোবাইল ফোন এবং ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৭ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বুধবার (১ জানুয়ারি) নিজ কার্যালয়ে ভুক্তভোগীদের হাতে এসব ফোন ও টাকা তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম।

পুলিশ সুপার জানান, ফোন হারানো এবং ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনায় মেহেরপুরের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব ফোন ও টাকা উদ্ধার করা হয়। হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ সময় উপস্থিত ছিলেন।