ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর (২১) আপত্তিকর ভিডিও ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি ইবতিয়াজ আহমদ ফুয়াদের (২২) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানাধীন টেংগা গ্রামে।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, ছয় মাস আগে আসামি ফুয়াদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং একাধিকবার সাক্ষাৎ হয়। এরপর কৌশলে একটি হোটেলে নিয়ে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন ফুয়াদ। পরে এসব ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৪০ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণ আদায় করেন তিনি।
এপিবিএনের এই কর্মকর্তা জানান, বিভিন্ন সময় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন আসামি ফুয়াদ। প্রস্তাবে রাজি না হলে টাকা চাইতেন। সবশেষ গত ১ ডিসেম্বর ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা চান তিনি। টাকা না দেওয়ায় তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন ফুয়াদ। এর পরিপ্রেক্ষিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান ভুক্তভোগী। সেখান থেকে তাঁকে ২ এপিবিএনের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
তিনি জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ২ এপিবিএন। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি ফুয়াদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার এবং মোবাইল ফোন জব্দ করা হয়। আসামি ফুয়াদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।