ফ্লাডলাইট টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৬০ ফুট উঁচু ফ্লাডলাইট টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে উঠে বসে আছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।