অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জালাল উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জালাল উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথির কর্মকালের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।