জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা-পুলিশ।
গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মো. রানা (৩১), মো. রফিকুল ইসলাম (৩৭), মো. মাসুদ (৪০), মো. শাহীন (৩৯), মো. জাকির হোসেন (৩৬) ও মো. সুমন (৩২)। তাঁদের বাড়ি রাজশাহী শহরে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত উল্লাহ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।