নোয়াখালীর বেগমগঞ্জে মো. কবির হোসেন (৩৩) নামের এক যুবককে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) জেলা পুলিশ জানায়, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বেগমগঞ্জ থানা এলাকার মো. সাহাব উদ্দিন (৪০), সহিদ কালাম (৪০), শাহ আলম (৫৫), জহিরুল ইসলাম (২৪), আল ইসলাম হোসেন রায়হান (২০), মো. মহিউদ্দিন (২৪), কাউসার (৪০) ও মো. রাকিব হাসান (২২)।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গত ২৭ ডিসেম্বর দুপুরে বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে কবিরকে গলা কেটে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেন তাঁর মা।
তিনি জানান, তদন্তের এক পর্যায়ে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে আসামি সহিদ, শাহ আলম, কাউসার ও রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সাহাব উদ্দিন, জহিরুল, রায়হান ও মহিউদ্দিনকে। তাঁদের মধ্যে সাহাব উদ্দিন ও রায়হান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।