
কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড তুলে দেন প্রধান অতিথি কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের সভাপতি পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
এ ছাড়া অভিভাবক সমাবেশে শিক্ষার্থী ও স্কুলের মানোন্নয়নের বিভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম, অভিভাবক সদস্য মিজানুর রহমান মিন্টু, পুলিশ লাইনস স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।