যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ডাকাতদলের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি গুলি এবং একটি মাইক্রোবাস।
গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে যশোরের কোতোয়ালি থানাধীন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন যশোরের চৌগাছা থানা এলাকার মো. গোলাম মোস্তফা (৪৫) ও মো. রকি বিশ্বাস (৩০) এবং কোতোয়ালি থানা এলাকার মো. মিজানুর রহমান (৫২) ও ফিরোজ আহম্মেদ (৪৫)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান জানান, কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।