ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার অভিযানে ১৪০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মতিঝিল থানাধীন আরামবাগের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুমন মির্জা ওরফে বাঙ্গাল সুমন (৩৫), মো. আজাদ মিয়া (৩৩) ও মো. রবিন মিয়া (২৮)। তাঁদের মধ্যে সুমনের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৬টি মামলা আছে।
মতিঝিল থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।