কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিতে গত শনিবার (২৮ ডিসেম্বর) কোর্ট পুলিশ অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার কুড়িগ্রাম কোর্টের সার্বিক কার্যক্রম এবং মালখানায় সংরক্ষিত বিভিন্ন মামলার আলামত ও নথিপত্র পর্যবেক্ষণ করেন।

এ সময় মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ করে দ্রুত তা নিষ্পত্তির তাগিদ দেন পুলিশ সুপার। এ ছাড়া নথি ব্যবস্থাপনা কার্যক্রমকে যথাযথ ও তথ্যবহুল করায় জোর দেন। পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কোর্ট পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম, কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম এবং কোর্ট পুলিশের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।