তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির হাতে কম্বল তুলে দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীতে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে আরএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় আরএমপি কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে।

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপির ট্রাফিক বিভাগ। এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শীতার্তরা।

আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী পিপিএম, জিসকা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি সেলস ম্যানেজার মো. একরামুল হক এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।