পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার মির্জাপুর থানাধীন সোহাগপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা এলাকার সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০) ও আসমা বেগম (৩০); সরাইল থানা এলাকার সেলিনা বেগম (৩২); হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার জুলেখা বেগম (৩১) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকার মো. সেলিম সরকার (৩৭)।

ডিবি (উত্তর) টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা জানান, মাইক্রোবাসে চড়ে ঘটনাস্থলে ডাকাতি করতে আসেন আসামিরা। এ সময় ডাকাতদলের ১০ জনকে গ্রেপ্তার করে ডিবি। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান। আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতির আগে তথ্য সংগ্রহ করে বাড়িঘর ও হাসপাতালে ডাকাতি করতেন আসামিরা। নিজেদের পরিচয় আড়াল করতে কখনো শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীদের বেশ ধারণ করতেন, আবার কখনো অন্য ধর্মাবলম্বীদের পোশাক পরতেন তাঁরা।