পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে ৫০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) লবণচরা থানাধীন নিজখামার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন গোপালগঞ্জ সদর থানা এলাকার মো. মাহবুবুর রহমান (৪৯) এবং সাতক্ষীরা সদর থানা এলাকার আরিয়ান আহম্মেদ মাসুম (২৩)।

লবণচরা থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।