নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২০টি ইয়াবা বড়ি ও সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার আলীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আইয়ুব আলীর (৪৫) বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায়।
ডিবি নোয়াখালীর উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আক্তার হোসেন জানান, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।