ফেসবুক আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভগেস্টিগেশন (পিবিআই) বগুড়া। গত সোমবার (২৩ ডিসেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন রংপুরের পরশুরাম থানা এলাকার মো. নাঈমুল ইসলাম ওরফে নাঈম (১৯) ও মো. আবরার গালিব (২০)।
পিবিআই বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানান, ভুক্তভোগী মোছা. রুবাইয়া জাহান পেশায় একজন অনলাইন উদ্যোক্তা। গত ৪ ডিসেম্বর রাতে তাঁর বান্ধবী উম্মে সুমাইয়ার মেসেঞ্জার থেকে তাঁকে বার্তা পাঠানো হয়। এ সময় তাঁরা ওয়ালটন কোম্পানির বিভিন্ন অফার নিয়ে আলোচনা করেন। একটু পর তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।
তিনি আরও জানান, ভুক্তভোগী খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর বান্ধবীর অ্যাকাউন্ট আগেই হ্যাক হয়েছে। গত ৫ ডিসেম্বর ভুক্তভোগীর হ্যাকড অ্যাকাউন্ট থেকে পরিচিত লোকজনকে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়। অনেকে বিভন্ন অঙ্কের টাকাও পাঠান। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করেন তিনি। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই।
এই পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।