নোয়াখালীর কবিরহাট থানা-পুলিশের অভিযানে বিপুল সংখ্যক জাল নোটসহ কবির উদ্দিন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সহযোগী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) পালিয়ে গেছেন।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে জাল নোটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, অভিযানে এক লাখ ৩০ হাজার জাল ডলার এবং ১ হাজার টাকার ২৫০টি জাল নোট জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।