পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ৬০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর মুগরাকুল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি পাপ্পু হোসেনের (৩৪) বাড়ি রূপগঞ্জ থানাধীন চনপাড়া গ্রামে।

ডিবি নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) সজীব সাহা অভিজিৎ জানান, রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।