পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ডিবি-ওয়ারী বিভাগ জানায়, যশোর থেকে ফেনসিডিলের একটি চালান ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

যশোর থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর মাদক কারবারিদের সরবরাহের উদ্দেশ্য ছিল আসামির। তার বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।