পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রাকিব হোসেন আরিফ (১৯), মো. রাহাত (১৯), মো. আরিয়ান আহমেদ (২০) ও মো. তানভীর (১৯)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি কাঁচি।

ডিবি ওয়ারী বিভাগ আরও জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।