তদন্তের দায়িত্ব পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মালপত্র উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর জাকির হোসেন (৫২), নুর মুহাম্মদ তাসফিন (৩১), মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন (২৫) ও শেখ মো. আবু মুছা পাবেল (৩৪)।
পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন পিপিএম জানান, সম্প্রতি চীন থেকে ১০ কোটি টাকার গাড়ির যন্ত্রাংশ আমদানি করে লুমিনাস মাল্টি লিমিটেড নামের প্রতিষ্ঠান। গত ৮ নভেম্বর ও ৩ ডিসেম্বর কাভার্ড ভ্যানে এসব মালপত্র গাজীপুরের কারখানায় পাঠানো হয়। মালপত্র নামানোর পর ৩৭ লাখ টাকার টায়ারের সন্ধান মেলেনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীর সহায়তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসব মালপত্র লুট করেছেন বলে জানতে পারেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক মো. ফোরকান। এ ঘটনায় গত ১৬ ডিসেম্বর চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা জানান, পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮৪টি টায়ার। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। কাভার্ড ভ্যানের মালপত্রের সিলগালা অক্ষত রেখে বিশেষ কায়দায় মালপত্র চুরি করতেন তাঁরা। এরপর ভুয়া রশিদ বানিয়ে এসব মালপত্র খোলা বাজারে বিক্রি করতেন।