তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার সদস্যরা।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকা থেকে আসামি মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
দারুস সালাম থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।