
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের ৯ জন সদস্য এবং ৫৩ জন আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আহত ছাত্রদের পক্ষ থেকে শাফীন শাররাজ ও জোনায়েদ ইসলাম, আহতদের পরিবারের পক্ষ থেকে গীতা রানী রায় এবং শহীদ পরিবারের পক্ষ থেকে মহিবুল হক ও ফরহানা আক্তার রানী বক্তব্য দেন।