পুলিশি হেফাজতে আসামিদের কয়েকজন। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গত রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, ডিএমপির রমনা বিভাগ আটজন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ চারজন, উত্তরা বিভাগ আটজন এবং গুলশান বিভাগ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাঁদের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।