মাদারীপুরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) নৌ পুলিশ জানায়, চরজানাজাত নৌ পুলিশের আওতাধীন নদী থেকে এসব জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৪৫ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া অভিযানে আটক একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।