ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার অভিযানে দুটি চাকুসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে বাড্ডা থানাধীন আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন শাওন আলী (১৮) ও হৃদয় বাবু (১৯)। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

বাড্ডা থানা-পুলিশ জানায়, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন আসামিরা। সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।