ময়মনসিংহে কিশোরীর (১৭) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২২ ডিসেম্বর) নেত্রকোনা সদর থানাধীন নাগরা এলাকা থেকে আসামি শিব্বির রহমান শিবলিকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নেত্রকোনা সদর থানা এলাকায়।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে শিবলির সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। বছরখানেক আগে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসেন শিবলি। তখন কৌশলে কিশোরীর ফোন থেকে তার আপত্তিকর ছবি নিজের ফোনে নিয়ে নেন শিবলি। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে ১৫ হাজার টাকা আদায় করেন।
তিনি জানান, এ ছাড়া ওই কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন শিবলি। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ নভেম্বর ভুয়া ফেসবুক আইডি থেকে কিশোরীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন তিনি। এরপর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। সেখান থেকে ২ এপিবিএনকে বিষয়টি জানানো হয়। পরে তিনি একটি লিখিত অভিযোগ দেন।
২ এপিবিএনের অধিনায়ক জানান, অভিযোগ পেয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি শিবলির অবস্থান শনাক্ত করা হয়। এরপর রোববার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জব্দ করা মোবাইল ফোন। তাঁর বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।