ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার অভিযানে কুখ্যাত ছিনতাইকারী মো. জাকিরকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ভোরের দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনি থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ ১১টি মামলা আছে।
মতিঝিল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। সহযোগীদের নিয়ে রাজধানীর আশপাশে ছিনতাই করতেন জাকির। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।