জব্দ করা বিদেশি পিস্তল। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা-পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে গুলশান-১ নম্বরের ২৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে আসামি সেন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা-পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি গুলশানের ওই বাড়িতে অবস্থা করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেটের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অস্ত্র নিয়ে সেখানে এসেছিলেন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।