উদ্ধার করা শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কুমিল্লা থেকে অপহৃত এক শিশুকে জামালপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিরা হলেন কুমিল্লার মেঘনা থানা এলাকার হাসান (২৭) ও নুরু (৪০)।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে জামালপুরের সরিষাবাড়ী থানাধীন আওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ৮-৯ বছরের এক শিশুকে নিয়ে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশি সহায়তায় চান তিনি।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সরিষাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশু এবং আসামি হাসানকে থানায় নিয়ে আসে পুলিশ। তবে অপর আসামি নুরু পালিয়ে যান। পরে ঢাকার ধামরাই থানা-পুলিশ আসামি নুরুকে গ্রেপ্তার করে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ ডিসেম্বর কুমিল্লার মেঘনা থানাধীন চানপুর গ্রাম থেকে শিশুটিকে অপহরণ করেন আসামিরা। এরপর শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় গত ২০ ডিসেম্বর মেঘনা থানায় মামলা করা হয়।

আনোয়ার সাত্তার জানান, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের কুমিল্লার মেঘনা থানায় সোপর্দ করা হয়েছে।