ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকার মো. রুমান (২৭) এবং সরাইল থানা এলাকার মো. মাসুক মিয়া (২৮)।
ডিএমপি ডিবি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।