পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর কামরুল হাসান (২৩) নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর কামরুল তাঁর বন্ধুদের সঙ্গে সাজেক যেতে রায়েরবাগ থেকে সায়েদাবাদের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে হেঁটে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে কামরুলের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে ফোন ও ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (২০ ডিসেম্বর) কামরুলের বাবা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা পেশাদার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। যাত্রাবাড়ী ফ্লাইওভার ও আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত তারা। মূলত মাদক সেবনের অর্থ সংগ্রহের জন্য ছিনতাই করত তারা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।