শ্যামলী এনআর ট্রাভেলসের যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন পাবনার আমিনপুর থানা এলাকার মো. আলতাব হোসাইন (২৭) ও মো. ইমরান শেখ (২৬)।
ডিবি কক্সবাজার জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।