পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা পিস্তল ও কার্তুজ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ফরিদপুর সদর থানা এলাকার ফয়সাল হোসেন (৩৭) ও নজরুল ইসলাম (৩৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।