খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল এবং তিনটি গুলি।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি কলোনির খেলার মাঠ থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা আছে।
সোনাডাঙ্গা থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশের দিকে পিস্তল তাক করে পালানোর চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় তৃতীয় শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগর। তাঁকে গ্রেপ্তার করতে সম্প্রতি কেএমপি কমিশনার পুরস্কার ঘোষণা করেছিলেন।