নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা-পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সরদার সজল চন্দ্র দাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালদী বাজার ব্রিজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সজল চন্দ্র দাসের বাড়ি আড়াইহাজার থানাধীন বিশনন্দী গ্রামে। তাঁর বিরুদ্ধে আটটি ডাকাতি মামলা রয়েছে।
আড়াইহাজার থানা-পুলিশ জানায়, আসামি সজল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।