ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার অভিযানে ১০টি চোরাই মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লালবাগের শহীদ নগর এবং গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. তানভীর হোসেন (২৩), মো. আশরাফুল ইসলাম ও রায়হান সরদার (২৯)।
লালবাগ থানা-পুলিশ জানায়, গত ১৭ ডিসেম্বর বিকেলে লালবাগের শহীদনগর থেকে মো. আশাদ বেপারীর মোবাইল ফোন ছিনতাই হয়। এ ঘটনায় গত বুধবার (১৮ ডিসেম্বর) তিনি লালবাগ থানায় মামলা করেন।
মামলা তদন্তকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে লালবাগের শহীদনগর থেকে তানভীর ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১০টি মোবাইল ফোন।
গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুল ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতেন। ছিনতাই করা মোবাইল রায়হানের মাধ্যমে বাজারে বিক্রি করতেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।