পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বগুড়া ও নওগাঁর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নওগাঁর মান্দা থানা এলাকার শান্ত ইসলাম (২৪) ও রাকিবুল হাসান (২৩), রাণীনগর থানা এলাকার নাঈম সরদার (২৪), বদলগাছী থানা এলাকার আসাদুল ইসলাম (৪২) ও মোছা. নিশা (২২) এবং নওগাঁ সদর থানা এলাকার হারুনুর রশিদ (৫২)।

পুলিশ সুপার জানান, গত ২৪ নভেম্বর রাতে নাটোর রেলওয়ে স্টেশন বাজারের একতা মোড়ে ইজিবাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন ইজিবাইকচালক আব্দুস সোবাহান। এ সময় ছয়জন ডাকাত যাত্রীবেশে নওগাঁর আত্রাই যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। পরে নলডাঙ্গার বীরকুৎসা দুর্লভপুর ব্রিজে পৌঁছামাত্র ডাকাতরা চালককে কুপিয়ে মোবাইল ফোন, টাকা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় চালক আব্দুস সোবাহান নলডাঙ্গা থানায় অভিযোগ করেন।

তিনি জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বগুড়া ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ইজিবাইকটি উদ্ধার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।