পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ চরখালী সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকার মো. সাইুদল ইসলাম (৪০) ও মো. রাকিব হাসান (২৩) এবং ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকার মো. রহমতউল্লাহ (২০)।
ডিবি পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।